Homeদেশের গণমাধ্যমেসাংবাদিক মুন্নি সাহা গ্রেপ্তার | জাতীয়

সাংবাদিক মুন্নি সাহা গ্রেপ্তার | জাতীয়

[ad_1]


জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪০, ৩০ নভেম্বর ২০২৪  
আপডেট: ২৩:৪৮, ৩০ নভেম্বর ২০২৪

সাংবাদিক মুন্নি সাহা গ্রেপ্তার


সাংবাদিক মুন্নি সাহাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) রাতে কারওয়ান বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, কারওয়ান বাজারে তার কর্মস্থল এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে যান মুন্নি সাহা। সেখানে তিনি জনতার তোপের মুখে পড়েন। বেশ কিছুক্ষণ তাকে ঘিরে রাখা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

উল্লেখ্য জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানী যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাঈম হাওলাদার নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয় গত আগস্টে। মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর বাবা কামরুল ইসলাম। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, পুলিশ, ‍র্যাব কর্মকর্তাকে আসামি করা হয়।

আসামি করা হয় মুন্নীসাহাসহ ৭ সাংবাদিককে। টেলিভিশন সাংবাদিক ও টকশোর সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নি সাহা সাংবাদিকতা শুরু করেন আজকের কাগজ দিয়ে। সেখান থেকে ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করার পর তিনি একুশে টেলিভিশন এবং এরপর যোগ দেন এটিএন বাংলায়। সর্বশেষ তিনি এক টাকার খবরের দায়িত্ব পালন করছিলেন।

ঢাকা/মাকসুদ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত