বয়সে সবাই কিশোর–তরুণ। পড়াশোনা করছেন বগুড়া শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। তাঁরা কয়েকজন মিলে একটি সংগঠন খুলেছেন। নাম ‘মোহাম্মদপুর স্টান্ট ভারপার্স বগুড়া ডিভিশন’। সাইকেল চালিয়ে নানান কসরত দেখান তাঁরা। সম্প্রতি বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সাইকেল নিয়ে কসরতে মেতে উঠতে দেখা গেল তাঁদের কয়েকজন। সেটা নিয়েই আজকের এই ছবির গল্প—