[ad_1]
সাইমের যে বিষয়টি মাসরুরের সবচেয়ে ভালো লাগে, খুব অল্প বয়স থেকেই পেস ও বাউন্স সামলাতে পারেন, ‘সে কাট ও পুল খুব ভালো খেলে। সব ধরনের আধুনিক স্ট্রোকই তার ঝুলিতে আছে। একবার সেট হয়ে গেলে বড় স্কোর করে। তার অধিনায়কত্বে করাচি দুবার অনূর্ধ্ব–১৬ জিতেছে, এই দুই মৌসুমেই চারটি সেঞ্চুরি করেছে।’
অথচ পাকিস্তানের বেশির ভাগ তরুণের মতো সাইম শুরুতে পেসার হতে চেয়েছিলেন। এমনকি অনূর্ধ্ব–১৯ পর্যন্ত উঠে আসার আগে দলের হয়ে ব্যাটে ও বলে ওপেন করতেন সাইম। মাসরুরের ভাষায়, ‘সে ছিল সুইং বোলার। এটাও বলতে হবে, বেশ ভালোও ছিল। মিডিয়াম পেসে হয়তো পাঁচ ওভার করত, এরপর অফ স্পিন।’
[ad_2]
Source link