ঢাকায় আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন করবেন তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। আগামী ৭ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাঁরা এ মহাসম্মেলন করতে চান। যদিও এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এখনো আবেদন করা হয়নি।
সাদ কান্ধলভীর অনুসারী ও কাকরাইল মসজিদের ইমাম মুফতি মুহাম্মদ আযীমুদ্দিন প্রথম আলোকে বলেন, ইসলামি মহাসম্মেলনে ভারত, পাকিস্তান, সৌদি আরব, মিসর, তুরস্কসহ ইউরোপ, আমেরিকা থেকেও প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনের প্রস্তুতি শুরু হয়েছে।
সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ‘মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা এবং পথ ও পন্থা’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক ইসলামিক মহাসম্মেলনের আয়োজন করা হবে।