[ad_1]
সামরিক প্রশিক্ষণ শেষে এক দিনের ব্যবধানে বাড়ি ফিরলেন চার বিটিএস তারকা আরএম, ভি, জিমিন ও জাংকুক।
আজ বুধবার গিয়ংগি প্রদেশের ইয়নচন পাবলিক স্টেডিয়ামে ভক্তদের সামনে আসেন জিমিন ও জাংকুক।
কালো রঙের গাড়িতে চেপে সামরিক বাহিনীর পোশাকে মঞ্চে আসেন বিটিএস তারকারা। অনুরাগীরা তাঁদের অভিবাদন জানান, তাঁদের দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে তাঁরা ছুটে এসেছিলেন।
এ সময় উপস্থিত অনুরাগীদের উদ্দেশে জিমিন বলেন, ‘আপনারা অপেক্ষা করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আমি মনে করি, আমরা যেখান থেকে শুরু করেছিলাম, সেখান থেকেই আবার শুরু করতে পারব। আমরা আরও ভালো কিছু প্রস্তুত করব আপনাদের দেখানোর জন্য।’
[ad_2]
Source link