Homeদেশের গণমাধ্যমেসারা দিন ব্যাটিং করে রহমত শাহ–হাশমতউল্লাহ শহীদিরা যে সব রেকর্ড ভাঙলেন

সারা দিন ব্যাটিং করে রহমত শাহ–হাশমতউল্লাহ শহীদিরা যে সব রেকর্ড ভাঙলেন

[ad_1]

রেকর্ড হয়েছে জুটিতেও। ২০২১ সালে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে আসগর আফগান ও হাশমতউল্লাহ শহীদি চতুর্থ উইকেটে যোগ করেছিলেন ৩০৭ রান। টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে শহীদি-রহমতের ৩৬১ রানের চেয়ে বড় জুটি আছে শুধু একটিই। ২০০৪ সালে বুলাওয়েতেই শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু ও কুমার সাঙ্গাকারা দ্বিতীয় উইকেটে যোগ করেছিলেন ৪৩৮ রান। রহমত-শহীদিরা কি রেকর্ডটা ভাঙতে পারবেন?

রহমত ২৩১ রান করেছেন ৪১৬ বলে, মেরেছেন ২৩টি চার ও ৩টি ছক্কা। অধিনায়ক শহীদির ১৪১ এসেছে ২৭৬ বলে। ইনিংসটি সাজানো ১৬টি চারে।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত