[ad_1]
ফারুকী এ–ও বলেন, ‘সবশেষে বলতে চাই, আমার আরেকটা গোপন স্বপ্ন হচ্ছে, আল্লাহ যদি আমাকে আরও ১০ বছর বাঁচায়, ১০ বছর পর কোথাও এদের সঙ্গে দেখা হলে, একটা ছেলে যেন এসে বলে, ভাই, আমি ওই ছবিটার মেকার। ওই ছবিটা বানাইছি। আমি কিন্তু আপনাদের ওই ওয়ার্কশপে ছাত্র ছিলাম। কারণ, আমার বিশ্বাস, ৮ বিভাগে যে ৮০ জনকে আমরা প্রশিক্ষণ দেব, তাদের মধ্যে ৫০ জন দুর্দান্ত ফিল্মমেকার হয়ে বের হবে। আমি জানি এটা সম্ভব। আমি আমার জীবনে দেখেছি, তরুণদের বিশ্বাস করলে এটা সম্ভব হয়। আমার ছবিয়ালের ভাইবেরাদর থেকে এখন কতজন ডিরেক্টর। আমি বিশ্বাস করি, আটজন ফিল্মমেকার বাংলাদেশের আটটা বিভাগে ফিল্মমেকারদের মধ্যে সৃষ্টির আগুন জ্বালিয়ে দেবে। এটাই তো বিপ্লব।’
[ad_2]
Source link