Homeদেশের গণমাধ্যমেসালমানের বাবার প্রথম বাইক, বয়স ৬৯ বছর

সালমানের বাবার প্রথম বাইক, বয়স ৬৯ বছর

[ad_1]

প্রকাশিত: ০৮:২২, ২৩ নভেম্বর ২০২৪  

সালমানের বাবার প্রথম বাইক, বয়স ৬৯ বছর


সবুজ ঘাসের ওপরে দাঁড় করানো একটি মোটরসাইকেল। তার ওপরে বসে আছেন সালমান খানের বাবা বরেণ্য চিত্রনাট্যকার সেলিম খান। পাশে দাঁড়িয়ে মায়াভরা দৃষ্টিতে বাবা সেলিম খানের দিকে চেয়ে আছেন ‘ওয়ান্টেড’খ্যাত অভিনেতা সালমান খান। অন্য একটি ছবিতে দেখা যায়, মোটরসাইকেলের ওপরে একা বসে আছেন বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ সালমান।

সালমান খান তার ইনস্টাগ্রামে দুটো ছবি পোস্ট করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়। এসব ছবির ক্যাপশনে সালমান লেখেন— “বাবার প্রথম বাইক, ট্রায়াম্প টাইগার-১০০, ১৯৫৬।”

১৯৫৬ সালে মোটরসাইকেলটি কেনেন সেলিম খান। তার বয়স এখন ৮৮ বছর। বাবার কেনা প্রথম বাইকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর তার ভক্ত-অনুরাগীরাও নস্টালজিয়া হয়ে পড়েছেন। ৬৯ বছরের পুরোনো বাইকটি দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ এটিকে ‘অ্যান্টিক পিস’ বলে মন্তব্য করেছেন। গায়ক হর্ষদীপ, অভিনেতা আয়ুষমান খুরানাও মন্তব্য করেছেন। ২১ ঘণ্টায় ছবি দুটোতে রিঅ্যাকশন পড়ে ২৮ লাখের বেশি।

১৯৩৯ সালে মোটরসাইকেল প্রস্তুতকারী ব্রিটিশ কোম্পানি ট্রায়াম্প বাজারে আনে ‘ট্রায়াম্প টাইগার ১০০’। এটি ‘টি১০০’ নামেও পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অর্থাৎ ১৯৪০ সালের ১৪ নভেম্বর রাতে ট্রায়াম্প ফ্যাক্টরি বোমা মেরে উড়িয়ে দেয় জার্মান। এতে বন্ধ হয়ে যায় উৎপাদন। ১৯৪৬ সালে পুনরায় উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি। ১৯৭৩ সাল পর্যন্ত এ মডেলের বেশ কিছু ভ্যারিয়েন্ট বাজারে আনে।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ১৯৩৮ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত ‘ট্রায়াম্প টাইগার ১০০’ মডেলের মোটরসাইকেলটি উৎপাদন করে এই ব্রিটিশ কোম্পানি।

ঢাকা/শান্ত



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত