[ad_1]
গত রোববার আমি আর গ্যারি পার্কে হাজির হলাম সকাল–সকাল। পার্কের কর্মীরাও পাখিটির ব্যাপারে এখন বেশ সজাগ। গত কদিনে এত মানুষের ভিড় একটি পাখিকে ঘিরে হবে, তা তাঁরা ভাবতেও পারেননি। মাত্র দুই মিনিটের ভেতর পাখিটির দেখা পেলাম একটি রেইনট্রিগাছে। একসঙ্গে দুটি পাখির (পুরুষ ও নারী) দেখা পেলাম। বেশ খানিকক্ষণ তার ছবি তুললাম আর বাইনোকুলার দিয়ে দেখলাম। একবার হঠাৎ চোখে পড়ল, আরেকটি পাখি এই পাখিকে তাড়া করছে। সেটি ছিল ভিন্ন প্রজাতির আরেকটি চুটকি। নাম তার তাইগা চুটকি।
গ্যারি গত বছরও পাঁচ-ছয়টি তাইগা চুটকি দেখেছিলেন এই পার্কে। মূলত শীতের শুরুতে এ চুটকিটিকে দেখা যায়। ডিসেম্বরের পর এই পাখি অন্য জায়গায় চলে যায়। প্রতিটি চুটকি যে গাছে থাকে তার আশপাশে অন্য চুটকিকে ভিড়তে দেয় না। তারা তাদের এলাকা দখলে রাখতে চায়। অন্য কোনো পাখি ওই গাছে এলে তাড়া করে। এ পার্কে ছয়টি গাছে নিজ নিজ এলাকায় তাইগা চুটকিরা রাজত্ব করছিল। কিন্তু এ বছর হঠাৎ এ পার্কে এসেছে অন্য বিরল প্রজাতির চারটি লালবুক চুটকি। তাইগা চুটকির গাছে যখন এই লালবুক চুটকি আশ্রয় নিচ্ছে, তখনই তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। লালবুক চুটকি তাই রেইনট্রিগাছের মগডালে থেকে খাবার খুঁজছে।
[ad_2]
Source link