Homeদেশের গণমাধ্যমেসিটি কলেজ আরও ২ দিন বন্ধ রাখার ঘোষণা

সিটি কলেজ আরও ২ দিন বন্ধ রাখার ঘোষণা

[ad_1]


ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ২৩ নভেম্বর ২০২৪  
আপডেট: ২২:৫৪, ২৩ নভেম্বর ২০২৪

সিটি কলেজ আরও ২ দিন বন্ধ রাখার ঘোষণা


সিটি কলেজের সব ধরনের ক্লাস আগামী রোববার (২৪ নভেম্বর) ও সোমবার (২৫ নভেম্বর) বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কলেজ প্রশাসন।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী নেয়ামুল হকের স্বাক্ষরিত নোটিশে এ ঘোষণা জারি করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‘অনিবার্য কারণে এবং পরিস্থিতি বিবেচনায় রোববার (২৪ নভেম্বর) ও সোমবারের (২৫ নভেম্বর) সব ক্লাস স্থগিত থাকবে।’

এ বিষয়ে সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী নেয়ামুল হক জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে এবং কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যস্থতায় ঢাকা কলেজ ও সিটি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সিনিয়র শিক্ষক এবং ছাত্র প্রতিনিধির সমন্বয়ে সভা হয়েছে। এতে উভয় কলেজের শিক্ষকদের সমন্বয়ে ভিজিল্যান্স টিম গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, একটি সুন্দর সমাধানের চেষ্টা করা হচ্ছে। যাতে করে শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসে এবং যত দ্রুত সম্ভব কলেজের ক্লাস ও পরীক্ষাগুলো স্বাভাবিক রুটিনে চালু হয়।

গত বুধবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়ান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে দুই কলেজের শিক্ষার্থীদের।

এতে উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। সংঘর্ষের ঘটনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পরদিন বৃহস্পতিবার (২১ নভেম্বর) বন্ধ ছিল উভয় প্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষা।

ঢাকা/মেহেদী



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত