[ad_1]
যে নিয়মের মধ্যে রয়েছে বয়সের মাপকাঠি। ফেডারেশন সূত্রে জানা গেছে, বিশ্ব সাঁতারে যাঁরা খেলতে যাবেন, তাঁদের বয়স অবশ্যই ১৮ থেকে ২৬ হতে হবে। আরেকটি নিয়ম হলো, অংশ নেওয়া দুজনের মধ্যে ফিনার দেওয়া এক থেকে দুই বছরের বৃত্তি পাবেন একজন সাঁতারু। সেদিক বিবেচনায় রেখেই এ্যানিকে বাছাই করেছে ফেডারেশন।
কারণ, সিনিয়রদের মধ্যে যূথী আক্তার ও সোনিয়াই এ প্রতিযোগিতায় যাওয়ার দাবিদার ছিলেন। কিন্তু বয়সের কারণে তাঁদের পাঠাতে পারেনি ফেডারেশন। তা ছাড়া মাহবুবুরের যুক্তি, এ্যানি বৃত্তি পেলে ভবিষ্যতের জন্য নিজেকে সহজেই প্রস্তুত করতে পারবেন, ‘এ্যানিকে পাঠানোর মূল কারণ, সে যদি বৃত্তি পায়, তাহলে থাইল্যান্ডে থেকে অনুশীলন করে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে পারবে।’
১১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে বসবে এবারের ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের সামিউল ও এ্যানি খেলবে ২৫ জুলাই থেকে ৩ আগস্ট। যেখানে সামিউল ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোক এবং এ্যানি ৫০ ও ১০০ মিটার ফ্রিস্টাইলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২৩ জুলাই দেশ ছাড়বেন দুজন।
[ad_2]
Source link