Homeদেশের গণমাধ্যমেসিলেটে দুই সহযোগীসহ ইউপি চেয়ারম্যান আটক

সিলেটে দুই সহযোগীসহ ইউপি চেয়ারম্যান আটক

[ad_1]


সিলেট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ২৬ নভেম্বর ২০২৪  

সিলেটে দুই সহযোগীসহ ইউপি চেয়ারম্যান আটক


সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বিদেশি মদসহ নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতিসহ তিনজনকে আটক করা হয়েছে। 

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জৈন্তাপুর বাজারস্থ তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। 

আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে হাসনাত (২১), নবীগঞ্জের চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর ছেলে বজলু চৌধুরী (৫৫) এবং সিলেট শাহপরান মেজরটিলা মুগিরপাড়া এলাকার আখলিছ মিয়ার ছেলে নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি হাবিবুর রহমান (৩৮)। 

পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ইউসুফ ভলগানাইজিং ওয়ার্কশপের সামনে একটি কালো রংয়ের প্রাইভেটকারে তল্লাশি করে। এসময় তিন ব্যক্তির কাছ থেকে দুই বোতল ব্ল্যাক ফোর্ট সুপার স্ট্রং বিয়ার ও এক বোতল ওয়াইট ওয়াইন স্পার্কলার ব্রান্ডের ১টিসহ মোট ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করে। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। আজ মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা/নুর/ইমন



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত