Homeদেশের গণমাধ্যমেসিলেটে সাবেক দুই সংসদ সদস্যসহ ১৮২ জনের নামে মামলা

সিলেটে সাবেক দুই সংসদ সদস্যসহ ১৮২ জনের নামে মামলা

[ad_1]

মামলায় প্রথম ও তৃতীয় নম্বর আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য রনজিত সরকার ও শফিউল আলম চৌধুরী নাদেলকে। দ্বিতীয় আসামি হিসেবে আছেন সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান। এ ছাড়া সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরদের মধ্যে আজাদুর রহমান, জগদীশ চন্দ্র দাস, আফতাব হোসেন খান, আবদুর রকিব, রুহেল আহমদ, আবদুল খালিক, আবুল কালাম আজাদ, হুমায়ুন কবির ও ফজলে রাব্বি চৌধুরী রয়েছেন।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সিলেট নগরের কোর্ট পয়েন্ট ও সিটি পয়েন্টে আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে পিস্তল, রাইফেল, বন্দুক, কাটা রাইফেল, শটগানসহ নানা ধরনের আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নিয়ে হামলা চালান। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে দা, ডেগার, কিরিচ, লম্বা চাকু, লোহার রড ও পাইপ, হকিস্টিকসহ নানা দেশি-বিদেশি অস্ত্র ছিল। তাঁদের হামলায় অনেকে আহত হন। ওই দিনের ঘটনা বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলেও প্রচারও হয়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত