Homeদেশের গণমাধ্যমেসিলেট বারের সভাপতি আবদাল, সম্পাদক জুবায়ের

সিলেট বারের সভাপতি আবদাল, সম্পাদক জুবায়ের

[ad_1]


সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ১৭ জানুয়ারি ২০২৫  

সিলেট বারের সভাপতি আবদাল, সম্পাদক জুবায়ের

সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল ও সাধারণ সম্পাদক জুবায়ের বখত জুবের।


সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২৫ সালের নির্বাচনে সভাপতি পদে সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এবং সাধারণ সম্পাদক পদে জুবায়ের বখত জুবায়ের নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৬টায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। পরে ভোট গণনা শেষে শুক্রবার ভোরে ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, আবদাল ৭৭০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। জুবায়ের পেয়েছেন ৩০৩ ভোট। সহ-সভাপতি পদে জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) ৫৯১ ভোট এবং মোহাম্মদ মখলিছুর রহমান ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

অন্যান্য পদের মধ্যে যুগ্ম সম্পাদক-১ এ অহিদুর রহমান চৌধুরী ৭০৮ ভোট, যুগ্ম সম্পাদক-২ এ মো. রব নেওয়াজ রানা ৪২০ ভোট, সমাজ বিষয়ক সম্পাদক এ মোহাম্মদ মিজানুর রহমান ৭৮৯ ভোট এবং লাইব্রেরি সম্পাদক এ হেনা বেগম ৭৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। 

মোট ১৮৫০ জন ভোটারের মধ্যে ১৪৬০ জন ভোট প্রদান করেন। ২৬টি পদে ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 

অপরদিকে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করায় আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঢাকা/শাহীন/ইমন



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত