ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয় দেয়া এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ মে) রাত আনুমানিক সাড়ে ১১টায় গোপন সূত্রের ভিত্তিতে তাকে আটক করা হয়। তাকে রাতেই ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়।
আটক মো. জয়নাল আবেদীন (৪০) উত্তর যশপুর মুন্সী আবুল খায়েরের ছেলে।
জিবি যশপুর বিওপি ক্যাম্প কমান্ডার শাহাজাহান জানায়, আটককৃত ভুয়া পরিচয় দানকারী কর্মকর্তা জয়নাল গত ২০ দিন ধরে ভারতীয় সীমান্তে অবস্থান করে মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে এনএসআই লোগো ব্যবহার করে বিজিবি ক্যাম্পে ফোন করেন। এসময় তিনি নিজেকে ফেনী জেলার সোনাগাজী দায়িত্বরত এনএসআই কর্মকর্তা বলে সীমান্তে চোরাই পথে অবৈধভাবে মালামাল ঢুকছে বলে দাবি করে সতর্ক অবস্থান নিতে চাপ সৃষ্টি করে। বেশ কিছুদিন মোবাইলে ভুল তথ্য দিয়ে চোরাচালান কারবারিদের সঙ্গে হাত করে সীমান্তে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। পরে বিজিবি সন্দেহ হলে তাকে অবস্থান শনাক্ত করে আটক করা হয়।
ফেনী ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররাফ হোসেন কালবেলাকে বলেন, ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয় দানকারী যুবক নিজেকে গত কয়েকদিন ধরে ফোন দিয়ে সীমান্ত নিয়ে ভুল তথ্য দিয়ে হয়রানিমূলক কাজ করেন। পরে তাকে বিজিবি লিখিত অভিযোগ দায়ের করে থানায় হস্তান্তর করে।