Homeদেশের গণমাধ্যমেসুনামগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার 

সুনামগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার 

[ad_1]


সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ৯ জানুয়ারি ২০২৫  

সুনামগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার 

সুনামগঞ্জ সদর হাসপাতাল


সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় গীতা রানী দাস (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের নগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহত গীতা রানী হলেন পাথারিয়া ইউনিয়নের নগর গ্রামের মৃত সুবল দাসের স্ত্রী। 

রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের নগর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল গীতা রানী দাসকে ধাক্কা দেয়। এসময় তিনি গুরুত্ব আহত হয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে চিৎকার শুরু করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেন। এসময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি বলেন, “নিহত নারীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ধাক্কা দেওয়া মোটরসাইকেল ও চালককে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/মনোয়ার/এস



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত