Homeদেশের গণমাধ্যমেসুন্দরবনে জলদস্যু বাহিনী প্রধানসহ ২ জন গ্রেপ্তার

সুন্দরবনে জলদস্যু বাহিনী প্রধানসহ ২ জন গ্রেপ্তার

[ad_1]

অস্ত্র-গুলিসহ সুন্দরবনের জলদস্যু বাহিনীর প্রধান আসাবুর সানা ও তার সহযোগী আলমগীর মীরকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সুন্দরবন সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ জব্দ করেন তারা।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. শামসুল আরেফীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুরে ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে সুন্দরবনের দুর্ধর্ষ জলদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪২) ও তার সহযোগী আলমগীর মীরকে (২৮) গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, জলদস্যু আসাবুর দীর্ঘদিন সুন্দরবনসংলগ্ন এলাকা থেকে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একটি অস্ত্র ও দুটি ডাকাতির মামলাও রয়েছে।

এদিকে জব্দকৃত অস্ত্র ও আটক জলদস্যুদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত