Homeদেশের গণমাধ্যমেসুষ্ঠু নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে

সুষ্ঠু নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে

[ad_1]

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে সন্তুষ্ট করতে পারলে এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে অন্তর্বর্তী সরকারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় মুরাদনগর উপজেলার ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শোকরানা ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

মিথ্যা মামলায় যারা কারাগারে আছে দ্রুত সময়ের মধ্যে তাদের মুক্তি দাবি করে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, মুক্তি দেওয়াটাও এই সরকারের একটা ভালো কাজ হবে। কেউ কেউ এখনো ফ্যাসিবাদ সরকারের মতো আচরণ করছে। নিজের পছন্দ মতো ইউএনও, ওসি, এসপি আনেন।

ইউএনও এবং ওসিদের উদ্দেশে তিনি বলেন, জালিম সরকার বিদায় নিয়েছে, তাহলে এখনো কেন অনেক ইউএনও, ওসি কথা বলতে ভয় পায়। আপনারা কেন ভয় পান, আপনাদের সমস্যা কোথায় প্রকাশ করুন। আপনাদের অফিসে যারা যাবে হাসিমুখে তাদের গ্রহণ করবেন এবং কথা বলবেন। যদি এমনটা না করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আন্দোলন হবে।

দীর্ঘ ১৩ বছর পর জন্মস্থান মুরাদনগরে প্রত্যাবর্তন করেন কায়কোবাদ। বুধবার সন্ধ্যায় কায়কোবাদকে বহনকারী গাড়ি বহরটি মুরাদনগর উপজেলা সদরে প্রবেশ করলে তাকে একনজর দেখতে নেতাকর্মীদের ঢল নামে।

দীর্ঘদিন পর মুরাদনগরে এসে শোকরানা ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি। এরপর মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের কবর জিয়ারত করেন।

শোকরানা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন কায়কোবাদের ছোট ভাই কেএম মুজিবুল হক, কাজী জুন্নুন বসরী, কাজী শাহ আরেফিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক মীর, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী এয়াকুব ওসমানী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলামের আমির মুফতি আমজাদ হোসাইন, নায়েবে আমির হাফেজ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহাম্মেদ প্রমুখ।

মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে ১৩ বছর দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ গত ২৮ ডিসেম্বর বাংলাদেশে আসেন।

জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত