Homeদেশের গণমাধ্যমেসেই কুলসুম এখন কারাগারে | আইন ও অপরাধ

সেই কুলসুম এখন কারাগারে | আইন ও অপরাধ

[ad_1]

প্রকাশিত: ২৩:০৩, ২২ নভেম্বর ২০২৪  
আপডেট: ২৩:০৪, ২২ নভেম্বর ২০২৪

সেই কুলসুম এখন কারাগারে


অন্যকে হত্যা মামলায় ফাঁসাতে গিয়ে এবার নিজেই ফাঁসলেন স্বামীকে মৃত সাজিয়ে অন্যের বিরুদ্ধে মামলা করা সেই আল-আমিনের স্ত্রী কুলসুম।

শুক্রবার (২২ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার সাব-ইন্সপেক্টর রকিবুল হোসেন আসামি কুলসুম বেগমকে হত্যা মামলায় আদালতে হাজির করেন। কুলসুম স্বেচ্ছায় স্বীকারোক্তুমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল মামুন তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আবেদনে বলা হয়, মামলার ডিজিস্ট আল-আমিন মিয়া গত ৫ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এজাহারনামীয় আসামিদের গুলিতে আহত হয়ে মৃত্যুবরণ করেছে এমন মিথ্যা তথ্য দিয়ে কুলসুম আদালতে অভিযোগ দায়ের করেন।

আদালত অভিযোগটি আশুলিয়া থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলাটি তদন্তকালে জানা যায়, ডিজিস্ট আল-আমিন জীবিত আছে। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

গত ২৪ অক্টোবর কুলসুম বেগম তার জীবিত স্বামী আল আমিনকে হত্যার অভিযোগ এনে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করে মামলা করেন।

এটি ৮ নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয়। পরে এসব তথ্য গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হলে আইনশৃঙ্খলা বাহিনী সিলেটের দক্ষিণ সুরমা থানা থেকে আল আমিনকে উদ্ধার করে।

এরপর থেকে আইনশৃঙ্খলা বাহিনী কুলসুমকে গ্রেপ্তারে অভিযান চালায়। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে অভিযান চালিয়ে মিথ্যা মামলার বাদী কুলসুম বেগমকে আটক করা হয়।

ঢাকা/মামুন/রাসেল



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত