Homeদেশের গণমাধ্যমেসেনাবাহিনীর হাতে যুবদলের ৩ নেতা আটক

সেনাবাহিনীর হাতে যুবদলের ৩ নেতা আটক

[ad_1]

জামালপুরের মাদারগঞ্জের জোনাইল বাজারে সরকারি শেড ঘর দখলের অভিযোগে ৩ যুবদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী। আটকের পর তাদেরকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২ জুন) দুপুরে উপজেলার জোনাইল বাজার থেকে তাদের আটক করা হয়। দুপুরে তাদেরকে আটক করা হলেও অজ্ঞাত কারণে তা প্রকাশ পায় রাতে।

আটককৃতরা হলেন- মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, সদস্য মো. শফিকুল ইসলাম ও যুবদল কর্মী সোহাগ মিয়া।

জানা যায়, ওএমএস ডিলারশিপের জন্য ভাড়ার চুক্তিপত্রসহ নির্ধারিত গোডাউন থাকতে হয়। এক্ষেত্রে ওই যুবদল নেতাদের ডিলারশিপের শর্ত ভঙ্গেরও অভিযোগ উঠেছে। পরে জোনাইল বাজারের ব্যবসায়ী নাজমুল হাসানের লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে সেনাবাহিনীর একটি দল।

এ বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী নাজমুল হাসান কালবেলাকে বলেন, সরকারি শেড ঘরে দীর্ঘদিন ধরে আমি এবং আমার ভাই ব্যবসা পরিচালনা করে আসছি। নিয়মবহির্ভূতভাবে ওই শেড ঘর দখল করে তারা ওএমএসের ডিলার পয়েন্ট হিসেবে ব্যবহার করতে চায়।

তার নির্ধারিত শেড ঘর বেদখল হয়ে যাওয়ায় সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ করেন বলে জানান নাজমুল।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন কালবেলাকে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মঞ্জুর কাদের বাবুল খান কালবেলাকে বলেন, উপজেলা যুবদলের নেতাকর্মীদের মাধ্যমে বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনার সত্যতা পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত