পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের সূর্যোদয় পয়েন্ট গঙ্গামতি সৈকতের বেলাভূমে একটি মৃত ডলফিন আটকে আছে। এটির শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। এতে সৈকতে ছড়াচ্ছে দূর্গন্ধ। এতে অতিষ্ঠ হচ্ছে ঘুরতে আসা পর্যটকরা।
শুক্রবার (২৩ মে) শেষ বিকেলে সৈকতে এমন দৃশ্য দেখা যায়।
গঙ্গামতির স্থানীয় জেলে মাহমুদ হাসান জানান, দুই দিন আগে মৃত ডলফিনটি জোয়ারের পানিতে ভেঁসে এসে চরে আটকে গেছে। তাদের ধারণা, বালিতে আটকে এটির মৃত্যু হয়েছে।
দর্শনার্থী মহিউদ্দিন আহমেদ জানান, এটি আনুমানিক সাড়ে চার ফুট লম্বা। প্রায় ১৫০ কেজি ওজন হতে পারে বলে তার ধারনা করা যাচ্ছে। ডলফিনের দুর্গন্ধে পর্যটক-দর্শনার্থীর সমস্যা হচ্ছে। বালু চাপা দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সবাই।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, তাদের টিমের সদস্যরা ঘটনাস্থলে গেছেন। এটি মাটি চাপা দেওয়ার জন্য বন বিভাগকে অবহিত করার কথা জানান তিনি।
এ বিষয়ে গঙ্গামতি বীটের বন কর্মকর্তা মো. রাজ্জাক বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি, আগামীকাল মৃত ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হবে।