Homeদেশের গণমাধ্যমেসোনালী অধ্যায়ের স্বর্ণালী অর্জন | খেলাধুলা

সোনালী অধ্যায়ের স্বর্ণালী অর্জন | খেলাধুলা

[ad_1]

প্রকাশিত: ১৪:১৫, ১১ জানুয়ারি ২০২৫  

সোনালী অধ্যায়ের স্বর্ণালী অর্জন

তামিম ইকবাল


বলে-কয়ে যেকোনো বোলারকে কড়া শাসন করার জেদ বাংলাদেশের যে ব্যাটসম্যান ২২ গজে করে দেখিয়েছেন, তিনি হলেন তামিম ইকবাল। প্রতিপক্ষকে ছিঁড়ে ফেলার জান্তব মেজাজের কারণেই তামিম ছিলেন আলাদা।

মুখের জবাবের সঙ্গে ব্যাট হাতে দোর্দণ্ড প্রতাপ দেখানো তামিম দেশের জার্সিতে পেয়েছেন অনেক অর্জন। ২০০৭ সালে শুরু, ২০২৩-এ এসে শেষ। এরপর জাতীয় দলের জার্সিতে আর দেখা মেলেনি। সুযোগ ছিল আবারও মাঠে নামার। কিন্তু, সবকিছুকে উপেক্ষা করে আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায়কে শেষ করে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান।

বিদায়ের ক্ষণে তামিম ইকবালের সোনালী অধ্যায়ের স্বর্ণালী অর্জনে চোখ বুলানো যাক।

* আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান তামিম। পরে তামিমের সঙ্গে যোগ হন মুশফিক। এরপর তাকে ছাড়িয়েও যান। তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে রান ১৫ হাজার ২৪৯। মুশফিকের রান ১৫ হাজার ৩০০।

*ওয়ানডে ক্রিকেটে একমাত্র বাংলাদেশি হিসেবে ৮ হাজার রান পেরিয়েছেন তামিম। ২৪৩ ওয়ানডেতে তার রান ৮ হাজার ৩৫৭।

*টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১০৩* রানের ইনিংস। এই ফরম্যাটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে একমাত্র সেঞ্চুরিটি তিনিই পেয়েছেন।

*বাংলাদেশিদের মধ্যে তিন ফরম্যাটে সর্বোচ্চ ২৫টি সেঞ্চুরি তামিমের।

* বাংলাদেশিদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ১১৯ ফিফটিও তার।

*সবচেয়ে বেশি ৩৬ ইনিংসে ডাক মেরেছেন তিনিই।

* বাংলাদেশিদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি ১৪ সেঞ্চুরির মালিক তামিম।

*ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড তামিমের। ২০০৮ সালে আয়ারল্যন্ডের বিপক্ষে ১২৯ রানের ইনিংস খেলার দিন তার বয়স ছিল ১৯ বছর ২ দিন।

*ওয়ানডেতে টানা পাঁচ ইনিংসে ফিফটি করা বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান তামিম।

*টেস্টে টানা পাঁচ ইনিংসে ফিফটি করা বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান তামিম।

*টানা তিন টেস্টে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান। ২০১৪-১৫ মৌসুমে জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে।

*ওয়ানডেতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রান। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ৮৭টি ওয়ানডে খেলে ২৮৫৩ রান তামিমের।

*টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৪১ ছক্কা।

*টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ৭ ছক্কা, ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে।

*আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১৭৬০ চার মেরেছেন এই বাঁহাতি ওপেনার।

*ওপেনার হিসেবে তামিম আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ২০ হাজার ৯৪২ বল খেলেছেন।

ঢাকা/ইয়াসিন/রফিক



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত