[ad_1]
ইমরান খান, রিচি বেনো, প্যাট কামিন্স।
স্রেফ মনে হলো, তাই নামগুলো পাশাপাশি লিখে ফেলা—ব্যাপারটি মোটেও তা নয়। পূর্বসূরি দুই ক্রিকেটারের নামের পাশে তৃতীয় নামটি লিখতে বাধ্য করেছেন কামিন্স নিজেই।
ব্রিসবেন টেস্টে ভারতের প্রথম ইনিংস শুরুর আগে অধিনায়ক কামিন্সের ঝুলিতে ছিল ১১৫ উইকেট। বৃষ্টিবিঘ্নিত এই টেস্টের আজ চতুর্থ দিন ৯ উইকেটে ২৫২ রানে পার করেছে ভারত। কামিন্সের শিকার ৪ উইকেট। অস্ট্রেলিয়ার এই অধিনায়ক উইকেটগুলো নেওয়ার পথে উঠে এসেছেন দারুণ এক তালিকার শীর্ষ তিনে। সেটি টেস্টে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকা। যেখানে শীর্ষে পাকিস্তান কিংবদন্তি ইমরান, দুইয়ে অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি বেনো।
[ad_2]
Source link