Homeদেশের গণমাধ্যমেসোশ্যাল মিডিয়ায় প্রিয়া ঝড় | কালবেলা

সোশ্যাল মিডিয়ায় প্রিয়া ঝড় | কালবেলা

[ad_1]

আবারও সোশ্যাল মিডিয়ার ঝড় তুললেন দক্ষিণী সেনসেশন প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। একটুখানি চোখের ইশারায় যিনি একসময় পুরো দেশ মাত করেছিলেন, এবার ফের আলোচনায় এসেছেন ‘রেট্রো’ সিনেমার ‘কানিমা’ গানে তার ঝড় তোলা নাচের কারণে। গুড ব্যাড আগলি সিনেমার ভাইরাল নাচের রেশ কাটতে না কাটতেই প্রিয়া যেন আরও একবার প্রমাণ করলেন, তিনি শুধু ট্রেন্ড নন, তিনি একজন ট্রেন্ড-সেটার।

সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায়, প্রিয়া ও তার এক বন্ধু মিলে মজা করে নাচ করছেন ‘কানিমা’ গানে। মূলত এই গানটিতে প্রথম নেচেছিলেন অভিনেত্রী পূজা হেগড়ে। আর এই গানেই প্রিয়া মজাদার ভঙ্গিতে পূজার নাচের আইকনিক মুদ্রাগুলো আবারও রিক্রিয়েট করেছেন। গানটির পটভূমি একটি প্রাণবন্ত বিয়ের দৃশ্যের। এ গানের সঙ্গীত পরিচালনা ও কণ্ঠ দিয়েছেন সান্থোষ নারায়ণন।

রেট্রো সিনেমাটি চলতি বছরের ১ মে,প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এই প্রথমবারের মতো পরিচালক কার্তিক সুব্রাজের সঙ্গে কাজ কাজ করেছেন দক্ষিণী অভিনেতা সুরিয়া।

প্রিয়াকে সবশেষ দেখা যায়, গুড ব্যাড আগলি সিনেমায়, যেখানে তিনি কাজ করেছেন অজিত কুমারের সঙ্গে। ছবিটি পরিচালনা করেছেন আধিক রবিচন্দ্রন। অ্যাকশন ধাঁচের এই সিনেমায় আরও অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান, সিমরান, অর্জুন দাশসহ অনেকে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত