Homeদেশের গণমাধ্যমেস্কটিশ পার্লামেন্টে সৌধের ‘র‍্যাপসোডিস অব রিভার’

স্কটিশ পার্লামেন্টে সৌধের ‘র‍্যাপসোডিস অব রিভার’

[ad_1]

আগামী ১৯শে মে বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় সৌধের প্রযোজনায় ভারতীয় ধ্রুপদী-সঙ্গীত, বাংলা লোকগান, নদী বিষয়ক দার্শনিক কাব্য-আখ্যান এবং কবিতার দৃশ্য-রূপায়নে বিভিন্ন বর্গের শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

কবি টি এম আহমেদ কায়সার ও শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী চন্দ্রা চক্রবর্তীর পরিচালনায় রূপায়িত এই অনন্য শিল্প-প্রযোজনায় কবিতা পাঠ করবেন ব্রিটিশ-ভারতীয় কবি ও ইমেরিটাস অধ্যাপক বাসবী ফ্রেজার, শিল্পসমালোচক ও শিল্প-ইতিহাসের গবেষক ও ইমেরিটাস অধ্যাপক মার্ডো ম্যাকডোনাল্ড, প্রখ্যাত স্কটিশ (শাটল্যান্ডিয়ান) কবি ক্রিস্টিন ডি লুকা, কবি ডনা ম্যাথিউ, ইউক্রেনিয়ান মেধাবী অভিনেত্রী ও নাট্যকার সেনিয়া কোজিভস্কা; সঙ্গীত পরিবেশন করবেন ব্রিটেনের অন্যতম প্রধান ভারতীয় ধ্রুপদী সঙ্গীতশিল্পী চন্দ্রা চক্রবর্তী; হারমোনিয়াম সংগীত করবেন ড: সিদ্ধার্থ করগুপ্ত; এবং লোকসংগীত পরিবেশন করবেন টি এম আহমেদ কায়সার।

কবিতার দৃশ্যরূপায়নে থাকছেন ব্রিটিশ-তাজিকিস্তানী ভারতনাট্যম নৃত্যশিল্পী ওক্সানা বানশিকোভা, দুই প্রতিভাবান ভরতনাট্যম নৃত্যশিল্পী দেবরাতা পাল এবং তন্বী ভট্টাচার্য, ওডিসি নৃত্যশিল্পী শিল্পী ধর এবং ড: সিদ্ধার্থ করগুপ্ত।

বর্তমান ভারতীয় উপমহাদেশে সত্যজিৎ পরবর্তী সিনেমার অন্যতম প্রধান পরিচালক গৌতম ঘোষ এই প্রযোজনায় উপস্থিত থাকবেন এবং জীবন ও নদী নিয়ে সংক্ষিপ্ত বক্তৃতা রাখবেন।

‘র‍্যাপসোডিস অব রিভার’ অনুষ্ঠানটি স্পন্সর করেছেন স্কটিশ পার্লামেন্ট সদস্য ফয়ছল চৌধুরী এমবিই।

‘সৌধ সোসাইটি অব পোয়েট্রি অ্যান্ড ইন্ডিয়ান মিউজিক’ ব্রিটেনে দক্ষিণ-এশীয় এবং অন্যান্য বিশ্বের ধ্রুপদী শিল্পের একটি শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম। সৌধের বিভিন্ন প্রযোজনা ইউরোপের সাংস্কৃতিক রাজধানী হিসাবে পরিচিত সাউথব্যাঙ্ক সেন্টার, এডিনবরা ফ্রিন্জ ফেষ্টিভ্যাল, অক্সফোর্ড, ক্যাম্ব্রিজ, কুইনমেরি এবং অন্যান্য প্রধান প্রধান বিশ্ববিদ্যালয় ছাড়াও লন্ডনের রয়্যাল আলবার্ট হল, ব্রিটেনের পার্লামেন্ট হাউজ অব কমন্স, ওয়েলসের পার্লামেন্ট সিনেডে দর্শকমহলে সমাদৃত হয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত