Homeদেশের গণমাধ্যমেস্টাবস-কোয়েটজিতে ম্লান বরুণের ৫ উইকেট, সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

স্টাবস-কোয়েটজিতে ম্লান বরুণের ৫ উইকেট, সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা


শুধু ডাম্বুলাতেই নয়, রোববার নাটক জমেছিল ভারত মহাসাগরের ওপর পাড়ে পোর্ট এলিজাবেথেও। সেন্ট জর্জেস পার্কে স্বল্প রানের আরেকটি নাটকীয় ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত করেছিল ৬ উইকেটে ১২৪ রান। ৮৬ রানে ৭ উইকেট হারালেও এক ওভার হাতে রেখেই ম্যাচটি জিতে যায় প্রোটিয়ারা।

প্রোটিয়াদের জয়ের নায়ক ট্রিস্টান স্টাবস ও জেরাল্ড কোয়েটজি। ৮৬ রানে ৭ উইকেট খোয়ানোর পর ভারতীয়দের হতাশ করে অষ্টম উইকেটে ৪২ রানের জুটি গড়েন দুজন। চারে নামা স্টাবস ৪১ বলে ৪৭ রানে ও নয়ে নামা কোয়েটজি ৯ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত