Homeদেশের গণমাধ্যমেস্টামফোর্ড সাংবাদিক ফোরামের মিলনমেলা | কালবেলা

স্টামফোর্ড সাংবাদিক ফোরামের মিলনমেলা | কালবেলা

[ad_1]

রাজধানীতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সাবেক ও বর্তমান সদস্যের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) রাত আটটায় মগবাজারে একটি রেস্তোরাঁয় এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর এমন মিলনমেলায় স্মৃতিকাতর হোন সাবেক এবং বর্তমান সদস্যরা।

এসময় বিভিন্ন গনমাধ্যমে কর্মরত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরামের সাবেক সদস্যরা বলেন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম সৎ ও দক্ষ সাংবাদিক তৈরি করতে ভূমিকা রেখে চলেছে। আগামী দিনে এই ভূমিকাতে আরো জোরদার করতে হবে।একইসঙ্গে সংগঠনের মধ্যেও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে।

স্টামফোর্ড সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের রিপোর্টার সানমুন আহমেদ, সাবেক সভাপতি ও নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টার হাসান ওয়ালী, সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার লিড মোজো আকরাম হোসেন, সাবেক সভাপতি ও শিক্ষানবিশ আইনজীবী রায়হান খান আকাশ, সাবেক সহ-সভাপতি ও এখন টিভির রিপোর্টার এসকে শাওন, চ্যানেল টোয়ান্টিফোরের মাজহারুল ইসলাম তামিম, এনটিভির মেসবাহ হাসান, নিউজ টোয়েন্টিফোরের মরিয়ম আজিজ মৌরিন। এছাড়াও সাংবাদিক ফোরামের বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত