[ad_1]
গতকাল পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না–রাখা নিয়ে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ মিছিলে হামলার ঘটনা ঘটে। পরে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ অভিযোগ করে, ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের একটি সংগঠন তাদের ওপর হামলা করেছে। স্টুডেন্টস ফর সভারেন্টি এ অভিযোগ অস্বীকার করেছে।
গতকাল ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাও। ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র সদস্যদের হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। আজ দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই হামলায় সংশ্লিষ্টতার দায়ে অভিযুক্ত শাহাদাৎ ফরাজীর বিষয়ে জাতীয় নাগরিক কমিটিকে সাংগঠনিক ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়।
[ad_2]
Source link