Homeদেশের গণমাধ্যমেস্বাভাবিক হলো মোংলা বন্দরে পণ্য ওঠানামা

স্বাভাবিক হলো মোংলা বন্দরে পণ্য ওঠানামা

[ad_1]

ঘূর্ণিঝড় দানা ভারতের ওড়িষায় হানা দেওয়ার পর আপাতত সুন্দরবন উপকূল থেকে দুর্যোগ কেটে গেছে। আতঙ্কমুক্ত হয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন সুন্দরবন উপকূলসংলগ্ন মোংলার বাসিন্দারা।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোর থেকে এখানকার আবহাওয়া অনেকটা স্বাভাবিক রয়েছে। ভোর থেকেই মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলের আকাশ রৌদ্রোজ্জ্বল। নেই বৃষ্টি ও বাতাস। শ্রমজীবীরা জীবিকার সন্ধানে বেরিয়েছেন। তবে শুক্রবারও মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে।

এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের তথ্যমতে, আরও দু-একদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোংলার উপকূলে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান ভূঁইয়া বলেন, ‘স্বাভাবিক রয়েছে মোংলা বন্দরে পণ্যবোঝাই-খালাস ও পরিবহনের কাজ। গতকাল দুর্যোগের প্রভাবে ভারী বৃষ্টির কারণে সাতটি জাহাজে পণ্য ওঠানামার কাজ ব্যাহত হয়েছিল। কিন্তু এখন পুরোদমে সেসব জাহাজ থেকে পণ্য খালাস চলছে।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত