Homeদেশের গণমাধ্যমেস্বামীর যে তিনটি আচরণে দাম্পত্য সম্পর্ক ভেঙে যায়

স্বামীর যে তিনটি আচরণে দাম্পত্য সম্পর্ক ভেঙে যায়

[ad_1]


লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ২০ নভেম্বর ২০২৪  
আপডেট: ০৯:২৬, ২০ নভেম্বর ২০২৪

স্বামীর যে তিনটি আচরণে দাম্পত্য সম্পর্ক ভেঙে যায়

ছবি: প্রতীকী


স্বামীদের চেয়ে স্ত্রীদের বিচ্ছেদ চাওয়ার হার দ্বিগুণেরও বেশি। যারা বিচ্ছেদের আবেদন করেন, তাদের ১০ জনের মধ্যে প্রায় ৭ জনই নারী। অর্থাৎ দাম্পত্য সম্পর্ক ভেঙে স্ত্রীদের বেরিয়ে আসার প্রবণতা বাড়ছে। স্বামীর তিনটি আচরণ একটি দাম্পত্য সম্পর্ককে বিচ্ছেদের দিকে নিয়ে যায় বলে মনে করেন গবেষকেরা।

স্ত্রীকে হালকাভাবে মূল্যায়ন করা: দাম্পত্য সম্পর্কে অনেক পুরুষই স্ত্রীকে হালকাভাবে মূল্যায়ন করে থাকেন। এতে সম্পর্ক সহজেই ‘প্রাণ’ হারিয়ে নিস্তেজ হয়ে পড়ে। স্ত্রী ভালোবাসার উৎসাহ হারিয়ে ফেলেন। স্বামীর প্রতি টান কমে আসে। টিকে থাকে শুধু অভ্যস্ততা। গবেষকেরা বলছেন, দাম্পত্য সম্পর্ক নতুন করে জাগিয়ে তুলতে হয়। প্রতিনিয়ত নতুন নতুন রঙিন স্মৃতি তৈরি করার উপলক্ষ্য খুঁজে বের করতে হয়।

সহানুভূতি প্রকাশ না করা: স্ত্রী কথা বলার সময় স্বামী যদি মনোযোগ দিয়ে না শোনেন, তাহলে স্ত্রী নিজেকে সুরক্ষিত মনে করতে পারেন না। স্ত্রী যখন অনুভব করেন, স্বামী মনোযোগ দিয়ে তার কথা শুনছেন, তিনি তখন ‘ভালো’ অনুভব করেন। সম্পর্কের গভীরতা প্রকাশ করার জন্য স্ত্রীর প্রতি সহানুভূতি প্রকাশ করা উচিত। সহানুভূতি প্রকাশ করার মাধ্যমে আবেগ, অনুভূতির প্রকাশ করা যায়। আবার একে অন্যের পাশে থাকার তীব্র ইচ্ছা তৈরি হয়।

ঘরের কাজে সহযোগিতা না করা: অনেক স্বামী আছেন যারা মনেই করেন, ঘরের কাজ মানে স্ত্রীর কাজ, স্ত্রীর দায়িত্ব। তিনি কেবল তদারকি করবেন, কোন কাজটি ভালো হচ্ছে আর কোন কাজটি ভালো হচ্ছে না। একজন স্বামী অনেক সময় ঘরের কাজে সহযোগিতা করার বিপরীতে কাজের ভুল ধরতে শুরু করেন এবং কঠোর সমালোচনা করেন। কোনো কোনো সময় স্ত্রীর কাজের ভুল ধরা এমন পর্যায়ে নিয়ে যান যে, স্ত্রীর পক্ষে আত্মপক্ষ সমর্থন করারও সুযোগও থাকে না। এতে দাম্পত্য সম্পর্কের স্বাভাবিক গতি-প্রকৃতি নষ্ট হয়। জটিলতা বাড়তে থাকে। ফলে এক সময়  স্ত্রী সম্পর্ক ভেঙে দিতে আগ্রহী হয়ে ওঠেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

ঢাকা/লিপি



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত