[ad_1]
তাঁদের অভিযোগ ছিল সাবেক খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল, মামুন উর রশিদদের কেন হকির সমস্যা নিয়ে আলোচনায় ডেকেছিল সার্চ কমিটি। সেই অভিযোগ উড়িয়ে আরেক পক্ষ অবস্থান নেয় সার্চ কমিটির ওই সদস্যের পক্ষে। এসব নিয়ে মানববন্ধন, পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। দুই পক্ষই স্মারকলিপি দেয় এনএসসির কাছে।
শেষ পর্যন্ত হকির সাধারণ সম্পাদক করা হয়েছে বিতর্কের ঊর্ধ্বে একজনকে। হকি অঙ্গনে যিনি খুব একটা পরিচিত নন। তাঁকে অনেকে চেনেন না। অন্তত ছয়জন হকি খেলোয়াড়-সংগঠকের সঙ্গে কথা হয়েছে এই প্রতিবেদকের। পাঁচজনই নতুন সাধারণ সম্পাদককে চেনেন না। সেই মানুষটি হলেন সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.)। একসময় হকি খেলেছেন।
তবে সার্চ কমিটির সদস্য মেজর ইমরোজ আহমেদ (অব.) বলেছেন, আর্মির রিয়াজ বললে সবাই চিনবে। হয়তো রিয়াজুল হাসান নামটা সেভাবে পরিচিত নয়। প্রিমিয়ার লিগ, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলেছেন। এখন অবসরজীবনে আছেন।
[ad_2]
Source link