Homeদেশের গণমাধ্যমেহঠাৎ পথ হারিয়ে হার, সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের

হঠাৎ পথ হারিয়ে হার, সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের


রান তাড়া করতে নামা বাংলাদেশের শুরুর তিন ব্যাটসম্যানই ফিরে যান ব্যক্তিগত সংগ্রহকে দুই অঙ্কের ঘরে নেওয়ার আগে। এরপর ছোট ছোট সংগ্রহে দলের রান এগিয়ে নিচ্ছিলেন রিজান হোসেন (৫০ বলে ২৫), মোহাম্মদ আবদুল্লাহ (৫৯ বলে ৪২) ও দেবশিষ দেবা (৪৭ বলে ২৪)।

এই তিনজনের বিদায়ের পর ৬ উইকেট হারানো বাংলাদেশের আশা হয়ে ওঠেছিলেন ফরিদ ও সামিউন। কিন্তু ২৬ বলে ৩৭ রান করা সামিউন বোল্ড হতেই বাংলাদেশের ইনিংসে মড়ক লাগে। ৬ উইকেটে ১৫৬ থেকে ৯ উইকেটে ১৫৭ রান হয়ে যায় যুবাদের। পরে সাদ ইসলাম রান আউট হলে ৫ ওভার বাকি থাকতে ১৬৯ রানে অলআউট হয় সফরকারীরা। ৫২ বলে ৩০ রান করে অপরাজিত থেকে যান ফরিদ।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত