Homeদেশের গণমাধ্যমেহাফ সেঞ্চুরি করেই আউট মুমিনুল

হাফ সেঞ্চুরি করেই আউট মুমিনুল

[ad_1]

তৃতীয় দিনের সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৯.১ ওভারে ১২৮/৪ (মিরাজ ০*, লিটন ৩০*, মুমিনুল ৫০, দিপু ১৮, জাকির ১৫, জয় ৫)

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৪৪.১ ওভারে ৪৫০/৯ (গ্রিভস ১১৫*, শামার ১১*, সিলস ১৮, রোচ ৪৭, আলজারি ৪, ডা সিলভা ১৪, ব্র্যাথওয়েট ৪, কার্টি ০, লুইস ৯৭, হজ ২৫, আথানেজ ৯০)

দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারে মুমিনুল হক হাফ সেঞ্চুরির দেখা পান। ১১৫ বলে ফিফটি করেন তিনি। পরের ওভারের প্রথম বলে জেইডেন সিলসের এলবিডাব্লিউর ফাঁদে পড়েন মুমিনুল। আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ১১৬ বলে ৩ চারে ৫০ রান করেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার। ১২৮ রানে চতুর্থ উইকেট হারালো সফরকারীরা।  

মুমিনুলের ব্যাটে আশা জাগিয়ে লাঞ্চে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানের জবাবে তৃতীয় দিনের প্রথম সেশন শেষ করেছে বাংলাদেশ। এখনও ৩৪৫ রানে পিছিয়ে তারা। তবে ভালো একটা লড়াইয়ের আশা জাগিয়ে রেখেছেন দুই সিনিয়র ব্যাটার মুমিনুল হক ও লিটন দাস। এই সেশনে বাংলাদেশ সংগ্রহ করেছে ৬৫ রান, হারিয়েছে একটি উইকেট।

সকালে মাঝের ওভারে শাহাদাত হোসেন দিপু স্লিপে ক্যাচ দেন। মুমিনুলের সঙ্গে তার জুটি ছিল ৪৫ রানের। তারপর লিটন ক্রিজে নেমে সতর্ক ব্যাটিং করলেন। দুজনের ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে লাঞ্চে বাংলাদেশ। ৩ উইকেটে তাদের সংগ্রহ ১০৫ রান। মুমিনুল ৩৮ ও লিটন ২১ রানে অপরাজিত আছেন।

লিটনের বাউন্ডারিতে বাংলাদেশের একশ

৪৫তম ওভারের প্রথম বলে বাউন্ডারি মারেন লিটন দাস। তাতে বাংলাদেশের প্রথম ইনিংসের স্কোর একশ ছাড়ালো। লাঞ্চের আগে শেষ ওভারে বাংলাদেশ সেঞ্চুরি করলো। ক্রিজের অন্য প্রান্তে আছেন মুমিনুল হক।

স্লিপে ক্যাচ দিলেন দিপু

তৃতীয় দিন ক্রিজে এক ঘণ্টাও পার করতে পারলেন না শাহাদাত হোসেন দিপু। দিনের ১৩তম ওভারে কেমার রোচের বলে আউটসাইড এজ হয়ে স্লিপে কাভেম হজের ক্যাচ হলেন বাংলাদেশি ব্যাটার। ৭১ বল খেলে ১৮ রান করেন তিনি। মুমিনুল হকের সঙ্গে তার জুটিতে এসেছে ৪৫ রান। ৬৬ রানে তিন উইকেট হারালো বাংলাদেশ।   

বাংলাদেশের পঞ্চাশ

২ উইকেটে ৪০ রানে দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ। মুমিনুল হক ও শাহাদাত হোসেন দিপুর জুটিতে পঞ্চাশ ছুঁয়েছে তারা।

মুমিনুল-দিপুর ব্যাটে নতুন দিনের লড়াই শুরু

অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। শাহাদাত হোসেন দিপুকে নিয়ে মুমিনুল হক ক্রিজে। ২ উইকেটে ৪০ রানে দিন শুরু করেছে বাংলাদেশ।

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ২৬১ রানে ৭ উইকেট হারানোর পর টেলএন্ডার দুই ব্যাটারকে নিয়ে প্রতিরোধ গড়ে খেলেছেন জাস্টিন গ্রিভস। কেমার রোচ, জেইডেন সিলসকে আউটই করতে সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশের বোলারদের। দশ নম্বরে নামা শামার জোসেফকে তো আউটই করা যায়নি। এমন ঘটনা এই প্রথম নয়, আগেও ঘটেছে। দলের বিপদগ্রস্ত অবস্থায় টেলএন্ডারকে নিয়ে প্রতিরোধ করার ঘটনা অহরহ আছে ক্রিকেটে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে সেটি যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অ্যান্টিগাতে ওয়েস্ট ইন্ডিজকে অল্পরানে বেঁধে ফেলার পর সুযোগটি হেলায় হারিয়েছে সফরকারীরা। এখন তাদের দেওয়া ৪৫০ রানের জবাবে কঠিন পথ পাড়ি দেওয়ার অপেক্ষাতে বাংলাদেশ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত