Homeদেশের গণমাধ্যমে‘হামজার মতো তিন-চারজন থাকলে দেশের জন্য ভালো’

‘হামজার মতো তিন-চারজন থাকলে দেশের জন্য ভালো’

[ad_1]

এবার ঘরোয়া ফুটবলের প্রথম পর্বে খেলতে পারছেন না জামাল ভূঁইয়া। আবাহনী লিমিটেডে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে গাঁটছড়া বাঁধা হয়নি। এই সময়ে ডেনমার্কে সময় কাটিয়েছেন। ছিলেন সন্তান সম্ভবা স্ত্রীর পাশে। পাশাপাশি অনুশীলনও চালিয়ে গেছেন। আগের দিন রাতে দেশে ফিরে জামাল আজ শনিবার থেকে শুরু হওয়া এএফসি ‘এ’ ডিপ্লোমা কোর্সে যোগ দিয়েছেন তিনি। এক ফাঁকে বাফুফে একাডেমির উদীয়মান ফুটবলারদের সঙ্গে সময় কাটিয়েছেন। সেখানে হামজা চৌধুরী ছাড়াও নানা বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের অধিনায়ক। 

বাফুফে ভবন সংলগ্ন টার্ফে জামাল উদীয়মান ফুটবলারদের সঙ্গে হাত মিলিয়েছেন। জার্সি ছাড়াও ফুটবলের ওপর অটোগ্রাফ দিয়েছেন। তাদের স্বপ্নের তারকার সামনে থাকতে পেরে জামালও উচ্ছ্বসিত। তারপর নিজের অভিব্যক্তি ভাগাভাগি করে নিতে গিয়ে জামাল বলেছেন, ‘এটা ভালো লাগছে। এখানে অনেক বাচ্চা আছে। তাদের মধ্যে স্বপ্ন আছে। আমিও একসময় ওদের মতো ছিলাম। আজকে ওদের মধ্যে যে উচ্ছ্বাস দেখলাম, তা ভালো লেগেছে। আমার তো ওদের সময় ছোট থাকতে আইডল ছিল। হয়তো ওরা আমাকে আইডল মানে। তবে আমি বলবো ওদের যা স্বপ্ন আছে, তা নিজে নিজে ফলো করতে হবে।’

বাংলাদেশি বংশোদ্ভুত হামজা চৌধুরী এখন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপে বাংলাদেশের হয়ে তার অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। জামাল বিষয়টি আগে থেকে জানেন। আজ নতুন করে এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘হামজা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে। বাংলাদেশ দলে খেলতে পারে- এটা বড় বিষয়। হামজার মতো খেলোয়াড় আরও তিন চারটা থাকলে দেশের জন্য ভালো। ও আসলে সবার জন্য ভালো।’

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অনুপস্থিত জামাল। এই সময়ে নিজেকে নিয়ে ডেনমার্কে ব্যস্ত ছিলেন বলেন জানিয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার, ‘আবাহনীর সঙ্গে যা হয়েছে, হয়ে গেছে, কিছু করতে পারবো না। ডেনমার্কে ছিলাম দীর্ঘদিন। ওখানে স্থানীয় দলে ছিলাম। অনুশীলন করেছি, খেলেছি। সামনে কী হবে তা দেখা যাক।’

চলমান ডিপ্লোমা কোর্সে আরও আছেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মামুনুল ইসলামও। কোর্স ও একাডেমির উদীয়মানদের নিয়ে সাবেক মিডফিল্ডার বলেছেন, ‘কোর্স করার জন্য সুযোগ করে দিয়েছে বাফুফে। ধন্যবাদ তাদের। এছাড়া বাচ্চারা স্বপ্ন দেখবে একসময় দেশের জন্য খেলবে, এটা ভালো দিক।’

বাফুফে সদস্য কামরুল ইসলাম হিলটন আশাবাদী কণ্ঠে জানিয়েছেন,‘জামাল আমাদের অধিনায়ক- স্পোর্টস পারসোনালিটি। আগামীতে বাচ্চারা আরও উজ্জীবিত হবে।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত