Homeদেশের গণমাধ্যমেহায়দরাবাদকে খাদের কিনারায় ফেলে দুইয়ে গুজরাট

হায়দরাবাদকে খাদের কিনারায় ফেলে দুইয়ে গুজরাট


সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দাপুটে এক জয়ে পেয়েছে গুজরাট টাইটানস। ৩৮ রানের জয়ে টেবিলের দুইয়ে উঠেছে গেছে শুবমান গিলের দল। অন্যদিকে আইপিএল চলতি আসর থেকে কার্যত বিদায় হয়ে গেছে হায়দরাবাদের। যদিও কাজে-কলমে এখনো টিকে আছে প্যাট কামিন্সের দল।

আজ শুক্রবার ঘরের মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুবমান গিল আর জস বাটলারের ঝোড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ২২৪ রানের বিশাল স্কোর দাঁড় করায় গুজরাট। জবাবে ৬ উইকেটে ১৮৬ রান তুলতে পারে হায়দরাবাদ।

এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট রান হয়েছে ৪১০। যা আইপিএলের ইতিহাসে এই দলের মধ্যকার কোনো ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড।

আজ টস হেরে ব্যাট করতে নামা গুজরাটের উদ্বোধনী জুটিতে ৮৭ রান তোলেন দুই ওপেনার শুবমান গিল ও সাই সুদর্শন। ফিফটি থেকে মাত্র ২ রান দূরে থাকতে আউট হন সুদর্শন (৪৩ বলে ৪৮)।

সুদর্শন হতাশ হয়ে ফিরলেও গিল ঠিকই ফিফটি করেন। ৩৮ বলে ৭৬ রানের (১০ চার ২ ছক্কা) অসাধারণ এক ইনিংস খেলে অপ্রত্যাশিত রানআউটের শিকার হন তিনি। ডানহাতি এই ব্যাটারের ফেরায় গুজরাটের দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি ভাঙে।

ইনিংসের মাঝের ওভারগুলোতে ঝড় তোলেন জস বাটলার। ৩৭ বলে ৬৪ রানের (৩ চার ৪ ছক্কা) মারকুটে ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। দলের স্কোর ২০০ পেরিয়ে গেলে আউট হন (১৯তম ওভারে) ইংলিশ ডানহাতি ব্যাটার।

জয়দেব উনাদখতের করা শেষ ওভারে ৩ উইকেট হারানোর বিনিময়ে ১২ রান তুলে দলীয় স্কোর ২২৪ এ দাঁড় করায় গুজরাট।

জবাবে দিতে শুরু থেকেই রান তুলে খেলতে পারেননি হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। ১৬ বলে ২০ রান করে প্রসিধ কৃষ্ণার বলে রশিদ খানের হাতে ক্যাচ হন হেড। এরপর হায়দরাবাদকে আশার আলো দেখান অভিষেক। ৪১ বলে ৭৪ রানের দারুণ এক ইনিংস খেলেন। যদিও সেটি হায়দরাবাদের কোনো কাজে আসেনি।

অভিষেক আউট হওয়ার পর নিচের দিকে আর কেউ লড়াই করতে পারেননি। সর্বোচ্চ ২৩ রান (১৮) করেন হেনরিখ ক্লাসেন। নিতিশ কুমার রেড্ডি অপরাজিত থাকেন ২১ রানে। বাকিদের কেউ ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি।

হায়দরাবাদের হয়ে ৩৫ রান খরচায় ৩ উইকেট নেন উনাদখত। ১টি করে উইকেট পান প্যাট কামিন্স ও জিশান আনসারি। গুজরাটের হয়ে ২টি করে উইকেট দখল করেন মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা।

বর্তমানে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে গুজরাট। অন্যদিকে সমান ম্যাচে হায়দরাবাদের পয়েন্ট মাত্র ৬। কামিন্সের দলের অবস্থান নিচের দিক থেকে দুই নম্বরে।

এমএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত