Homeদেশের গণমাধ্যমেহার দিয়ে বিপিএলে পা রাখলো ঢাকা ক্যাপিটাল 

হার দিয়ে বিপিএলে পা রাখলো ঢাকা ক্যাপিটাল 

[ad_1]

প্রকাশিত: ২২:২০, ৩০ ডিসেম্বর ২০২৪  
আপডেট: ২২:৩৭, ৩০ ডিসেম্বর ২০২৪

হার দিয়ে বিপিএলে পা রাখলো ঢাকা ক্যাপিটাল 


লিটন দাস-তানজীদ হাসান তামিম যেভাবে শুরুটা করেছিলেন মনে হচ্ছিল সহজেই ধরা দেবে জয়। না, তা হয়নি। ওপেনিং জুটি ভাঙতেই এলোমেলো ঢাকা ক্যাপিটাল। 

৩১ রানে ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকেই ছিটকে যায়। শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের বিপক্ষে ৪০ রানের হারে বিপিএলে পা রাখলো ঢাকা। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ঢাকা ক্যাপিটাল-রংপুর রাইডার্স।  সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৯১ রান করে রংপুর। তাড়া করতে নেমে ঢাকা থামে ১৫১ রানে। 

লিটন সর্বোচ্চ ৩১ ও তানজীদ ৩০ রান করেন। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ৬৫ রান। এটি ছাড়া ঢাকা আর কোনো জুটিই গড়তে পারেনি। শ্তিফেন এসকিনাজি-থিসারা পেরেরা সমান ১৭ রানে আউট হন। শেষ দিকে ১৮ রান করে হারের ব্যবধান কমান মুকিদুল ইসলাম মুগ্ধ। ১২ রান করে অপরাজিত ছিলেন নাজমুল ইসলাম। রংপুরের হয়ে একাই ৪ উইকেট নেন শেখ মেহেদী হাসান।  

এর আগে ইফতেখার আহমেদ-সাইফ হাসানের গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ এনে দেন রংপুর রাইডার্সের খুশদিল শাহ। মাঝে ক্যামিও খেলে বড় পুঁজির পথে অবদান রাখেন অধিনায়ক নুরুল হাসান সোহান। 

তিনটি করে ছয়-চারের মারে মাত্র ২৩ বলে ৪৬ রান করেন খুশদিল। ১১ বলে ২৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন সোহান। দুজনের জুটি থেকে মাত্র ১৮ বলে আসে ৪১ রান। 

২০ রানে ২ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন সাইফ-ইফতেখার। ইফেতখার ৪৯ ও সাইফ ৪০ রান করেন। দুজনের জুটি থেকে আসে ৮৯ রান। শুরুতেই ঝড়ের আভাস দেওয়া স্টিভেন টেলর ৭ বলে ১৪ রান করেন। 

ঢাকার হয়ে সবচেয়ে খরুচে বোলিং করেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ৪৮ রান দিয়ে নেন মাত্র ১ উইকেট। ৩ উইকেট নেন আলাউদ্দিন বাবু। ২৭ রান দিয়ে ২ উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ। 

ঢাকা/রিয়াদ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত