Homeদেশের গণমাধ্যমেহেড-স্মিথের সেঞ্চুরির দিনে বুমরার ৫ উইকেট

হেড-স্মিথের সেঞ্চুরির দিনে বুমরার ৫ উইকেট

[ad_1]

দিনের বাকি দুই সেশনেই যে আরও ৩০১ রান যোগ হয়েছে, তাতে বড় অবদান হেড–স্মিথেরই। চতুর্থ উইকেটে দুজনে গড়েন ৩০৩ বলে ২৪১ রানের জুটি। স্মিথ–হেড এতটাই স্বচ্ছন্দে ব্যাট করেছেন যে, দিনের দ্বিতীয় সেশনে কোনো উইকেটই হারায়নি অস্ট্রেলিয়া।

চা বিরতির আগেই ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় এবং ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন হেড। ব্রিসবেনে তাঁর সেঞ্চুরিটি এসেছে একই মাঠে আগের তিন ইনিংসে শূন্য রানে আউটের যন্ত্রণা ভুলিয়ে।

হেডের পর তৃতীয় সেশনে সেঞ্চুরি তুলে নেন স্মিথও। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর ৩৩তম সেঞ্চুরি, তবে গত বছরের অ্যাশেজে লর্ডস টেস্টের পর প্রথম।

৮০ ওভারের পর নতুন বল নেওয়ার সুযোগ এলে নিতে দেরি করেনি ভারত। এই নতুন বলেই নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে স্মিথকে স্লিপে রোহিতের ক্যাচ বানান বুমরা (১৯০ বলে ১০১)। পরের ওভারে উইকেট না পেলেও মেডেন আদায় করেন মিচেল মার্শের কাছ থেকে।

পরেরবার বল হাতে নিয়ে আর মার্শকে টিকতে দেননি, স্লিপে ক্যাচ বানান কোহলির হাতে। ৩ বল পর উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য হন এরই মধ্যে দেড় শ পেরিয়ে যাওয়া হেডও। ১৬০ বল খেলা হেড ১৮ চারে করে যান ১৫২ রান।

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত