এবার কতজন কর্মীকে ছাঁটাই করা হয়েছে, তার উত্তর দেয়নি মেটা। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে গেছে বহুজাতিক এই প্রযুক্তি কোম্পানি। শুধু কাজ হারানো কর্মীর সংখ্যা বেশি নয় বলে ইঙ্গিত দিয়েছে মেটা।
এদিকে ফিন্যান্সিয়াল টাইমসের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে ২৪ জন কর্মীকে খাবারের জন্য বরাদ্দ করা টাকার অপব্যবহারের জন্য ছাঁটাই করা হয়েছে। বিষয়টি হলো, কর্মীদের দৈনিক আহারের জন্য ২৫ ডলার দেয় মেটা। কিন্তু খাবারের জন্য বরাদ্দ করা এই টাকায় বাড়ির বিভিন্ন সামগ্রী কেনার অভিযোগ উঠেছে কর্মীদের বিরুদ্ধে, যার মধ্যে আছে পানীয়র গ্লাস ও সাবানের গুঁড়া।
এদিকে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের এই ছাঁটাই ভিন্ন ঘটনা। মেটার অভ্যন্তরীণ কর্মীদের দলীয় পুনর্গঠন অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়েছে।
মহামারির সময় বিশ্বের প্রযুক্তির খাতের বড় ধরনের সম্প্রসারণ হয়। মানুষের চলাচল সীমিত হওয়ায় প্রযুক্তির নির্ভরশীলতা বৃদ্ধি পায়। কিন্তু এরপর জনজীবন স্বাভাবিক হতে শুরু করলে ২০২১ সালের শেষভাগ থেকে প্রযুক্তি খাতে বড় ধরনের ছাঁটাই শুরু হয়। গুগল, মেটা থেকে শুরু করে আমাজন—সব কোম্পানিতেই বড় ধরনের ছাঁটাই হয়।