[ad_1]
রেকর্ড ১৪তম স্প্যানিশ সুপার কাপ জিতে বার্সেলোনাকে ছোঁয়ার স্বপ্ন দেখছিল রিয়াল মাদ্রিদ। রবিবার জেদ্দায় ফাইনালে কিলিয়ান এমবাপ্পের গোলে শুরুতে এগিয়েও যায় তারা। তারপরই একের পর এক গোল করে মাদ্রিদ ক্লাবকে ব্যাকফুটে ফেলে তারা।
রাফিনিয়ার জোড়া গোলে বছরের প্রথম এল ক্লাসিকো জিতলো বার্সা। গোলকিপার উজচেখ শেসনির লাল কার্ডের ম্যাচে ৫-২ গোলে ১৫তম সুপার কাপ জিতেছে তারা।
লামিনে ইয়ামাল ও রাফিনিয়া প্রথমেই রিয়াল কিপার থিবো কোর্তোয়ার পরীক্ষা নেন। কিন্তু লিড নেয় মাদ্রিদ ক্লাব। একক চেষ্টায় বল নিয়ে এগিয়ে দূরের পোস্ট দিয়ে পাঁচ মিনিটে গোলমুখ খোলেন এমবাপ্পে।
২২ মিনিটে ইয়ামাল বার্সাকে সমতায় ফেরান। পেনাল্টি থেকে ৩৫ মিনিটে লিড এনে দেন রবার্ট লেভানডোভস্কি।
চার মিনিট পর জুলেস কুন্দের ক্রসে রাফিনিয়ার হেডে জালে বল জড়ায়। প্রথমার্ধের স্টপেজ টাইমে লেফট ব্যাক বালদে স্কোর ৪-১ করেন।
বিরতির পরপর রাফিনিয়া দলের পঞ্চম গোল করেন। শেসনি ৫৬তম মিনিটে এমবাপ্পের আক্রমণ থামাতে বক্সের প্রান্তে তাকে ফাউল করে লাল কার্ড দেখেন। তাতে পাওয়া ফ্রি কিক থেকে রদ্রিগো পরাস্ত করেন ইনাকি পেনাকে। তারপরও ১০ জনের বার্সা জিতেই মাঠ ছেড়েছে।
[ad_2]
Source link