[ad_1]
অবিশ্বাস্য—সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির প্রতিটি ম্যাচ শেষে এই শব্দটি যেন ঘুরেফিরে বারবার লিখতে হচ্ছে। ইউরোপের অন্যতম প্রভাবশালী দলটির এমন দুর্দশা কে কল্পনা করেছিল! জীবন অবশ্য এমনই। গতকাল যে দলটি সাফল্যের চূড়ায় ওঠে উদ্যাপন করেছিল, আজ তারাই দেখছে পতনের তলানি।
একই বৃত্তে ঘুরপাক খেতে খেতে হেরে চলেছে একের পর এক ম্যাচ। সর্বশেষ আজ রাতে সিটি ২-১ গোলে হারল অ্যাস্টন ভিলার কাছে। এই হারে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে নবম আর প্রিমিয়ার লিগে ৮ ম্যাচে ষষ্ঠ হার দেখল সিটি। যে দলটি গত দুই মৌসুমে ৭টির বেশি ম্যাচ হারেনি, তারাই এখন হারকে যেন গলার মালা বানিয়ে নিয়েছে।
[ad_2]
Source link