[ad_1]
তবে শুধু দেশের মধ্যেই নয়, বিদেশের প্রবাসী ভক্তদের কাছ থেকেও পেয়েছেন প্রস্তাব। তবে প্রেমের প্রস্তাব পেলেও সেগুলো কোনোটাই মনঃপূত হয়নি বলে জানান কুসুম। ‘অনেকেই নিয়মিত নক দিয়ে কফি খেতে চায়। হয়তো ভালোবাসার জায়গা থেকে বলে, কিন্তু আমি আর কিছু বলি না। প্রায়ই বিদেশ থেকে অনেকে বলেন, আমার জন্য গিফট পাঠাবেন। বিভিন্ন সময় বাসায় প্রচুর গিফটও পেয়েছি। ভক্তদের ভালোবাসা পেয়েছি, এটাই আমার বড় প্রাপ্তি,’ বলেন তিনি।
দীর্ঘ ছয় বছর পরে সিনেমা দিয়ে গত বছর অক্টোবরে ফিরেছেন কুসুম। তাঁর পরিচালিত সিনেমাটির নাম ‘শরতের জবা’ মুক্তি পেয়েছে। একজন নারী হিসেবে সিনেমাটির শুটিং থেকে পরিচালনা, পোস্টের কাজ তিনিই করেছেন। সিনেমাটি এবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানারোমায় প্রিমিয়ার হয়। আবার ফিরছেন কবে, এমন প্রশ্নে কুসুম বলেন, ‘প্রেমের প্রস্তাবগুলো যেমন মনঃপূত হয়নি, তেমনি এখন যে প্রস্তাব পাই মনঃপূত হয় না। তবে শিগগির ভালো কাজ দিয়েই ফিরব।’
[ad_2]
Source link