Homeদেশের গণমাধ্যমে১৭ বছর আগের বিকিনি বিতর্কের ব্যাখ্যা দিলেন নয়নতারা

১৭ বছর আগের বিকিনি বিতর্কের ব্যাখ্যা দিলেন নয়নতারা

[ad_1]

প্রকাশিত: ০৮:২৫, ২৭ নভেম্বর ২০২৪  

১৭ বছর আগের বিকিনি বিতর্কের ব্যাখ্যা দিলেন নয়নতারা


ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। ২১ বছরের অভিনয় ক্যারিয়ারে যশ-খ্যাতি সবই কুড়িয়েছেন। দক্ষিণী সিনেমায় সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের অন্যতম নয়নতারা। নানামুখী সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ক্যারিয়ারের শুরুর দিকে বডি শেমিং এবং বিকিনি পরে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। এ অভিনেত্রীকে নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরিটেল’। এতে এসব তথ্য উঠে এসেছে।

২০০৫ সালে মুক্তি পায় নয়নতারা অভিনীত ‘গজনি’ সিনেমা। তামিল ভাষার এ সিনেমা মুক্তির পর শারীরিক গড়ন নিয়ে কটাক্ষের শিকার হন। এ তথ্য উল্লেখ করে নয়নতারা বলেন, “গজনি’ সিনেমার পয়েন্ট খুব কম ছিল। সেই সময়ে মানুষের নানারকম মন্তব্য দেখেছি। মানুষ বলতেন, ‘সে (নয়নতারা) কেন অভিনয় করে?’ ‘সে কেন সিনেমায় এসেছে?’ ‘সে খুব মোটা!’ আপনি এ ধরনের মন্তব্য করতে পারেন না। আপনি পারফরম্যান্স নিয়ে কথা বলতে পারেন!”

সিনেমাটিতে যেসব পোশাকে নয়নতারাকে দেখা যায়, সেসবই পরিচালকের পরিকল্পনার অংশ ছিল। এ বিষয়ে নয়নতারা বলেন, “সম্ভবত, আমি ভালো ছিলাম না। কিন্তু আমার পরিচালক যা করতে বলেছিলেন, আমি ঠিক তাই করেছিলাম। আমাকে যা পরতে বলেছিলেন, আমি তাই পরেছিলাম। আমি তখন মাত্র কাজ শুরু করেছিলাম। সুতরাং আমার কিছু বলার সুযোগ ছিল না।”

নয়নতারা অভিনীত ‘বিল্লা’ সিনেমা ২০০৭ সালে মুক্তি পায়। এতে বিকিনি পরে কড়া সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ১৭ বছরের পুরোনো সেই বিতর্ক নিয়ে নয়নতারা বলেন, “পুরো ‘নাটকটি’ আমার বিকিনি পরা দৃশ্য নিয়ে হয়েছিল; যা সবার সমস্যার কারণ ছিল। আমি ভেবেছিলাম, এভাবেই সবকিছু বদলে যায়, ঠিক? কোনো কিছু প্রমাণ করার জন্য আমি বিকিনি পরিনি। বরং আমার পরিচালক দৃশ্যটির জন্য বিকিনি পরতে বলেছিলেন। এটা প্রয়োজন ছিল। সুতরাং আমি পরেছিলাম। আমি মনে করি, এটি আমার জন্য কেবল একটি কাজ ছিল।”

নয়নতারার আসল নাম ডায়ানা মরিয়ম কুরিয়ান। পরিচালক সত্যন আন্তিকাড় এই নাম বদলে রাখেন নয়নতারা। নয়নতারাকে মূলত এই নির্মাতাই আবিষ্কার করেন। পরে তার নির্মিত মালায়ালাম ভাষার ‘মনাসিঙ্কারে’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে নিয়ে আসেন। এটি ২০০৩ সালে মুক্তি পায়। এ পর্যন্ত তার অভিনীত পঁচাত্তরের অধিক সিনেমা মুক্তি পেয়েছে।

তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

ঢাকা/শান্ত



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত