Homeদেশের গণমাধ্যমে২০২৪ সালে কর্মকর্তাদের বিরুদ্ধে ৪হাজারের বেশি মামলা করেছে চীন  

২০২৪ সালে কর্মকর্তাদের বিরুদ্ধে ৪হাজারের বেশি মামলা করেছে চীন  

[ad_1]

চীনে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। দুর্নীতি প্রতিরোধে গত এক বছরেই চার হাজারের বেশি মামলা দায়ের করা হয়েছে বলে শুক্রবার (১০ জানুয়ারি) জানিয়েছে দেশটির সর্বোচ্চ দুর্নীতি দমন কর্তৃপক্ষ সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশন (সিসিডিআই)। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সিসিডিআই এর বিবৃতিতে বলা হয়, গত এক বছরে প্রাদেশিক ও মন্ত্রী পর্যায়ে ৭৩টি এবং বিভাগ ও ব্যুরো পর্যায়ে চার হাজার ৩৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

সিসিডিআই এর তিনদিনব্যাপী সম্মেলনের প্রথমদিন সোমবার প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীনের কম্যুনিস্ট পার্টির জন্য সবচেয়ে বড় হুমকি হলো দুর্নীতি। এর মাত্রা নিয়মিত বেড়েই চলেছে।

গত বছর কয়েকটি হাই-প্রোফাইল দুর্নীতি মামলায় চীনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। অভিযুক্তদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ও চীনের বৃহত্তম তেল-গ্যাস কোম্পানির সাবেক চেয়ারম্যান। এসব মামলায় এমনিতেই নির্দিষ্ট লক্ষ্য অর্জনে চাপে থাকা চীনের অর্থনীতি আরও টালমাটাল হয়ে পড়ে।

এসব ঘটনায় এখন পর্যন্ত আট লাখ ৮৯ হাজার মানুষের সাজা হয়েছে। তাদের মধ্যে ছয় লাখ ৮০ হাজারের বিরুদ্ধে অভিযোগ ছিল কম্যুনিস্ট পার্টির নিয়ম না মানার। আর বাকিদের বিরুদ্ধে প্রশাসনিক শাস্তির আওতায় ব্যবস্থা নেওয়া হয়েছে। 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত