[ad_1]
সম্মিলিত তালিকায় গুগল সার্চে সবচেয়ে দাপট দেখানো দুটি দলই মেজর লিগ বেসবলের (এমএলবি)। যুক্তরাষ্ট্রভিত্তিক সেই দল দুটি হচ্ছে নিউইয়র্ক ইয়াঙ্কিস ও লস অ্যাঞ্জেলেস ডজার্স। এই দুটি দলের পরই অবস্থান মায়ামির। গত মৌসুম অম্লমধুর কাটানো মায়ামি মেসির কারণেই মূলত বছরজুড়ে আলোচনায় ছিল। মেসির কারণেই যে মায়ামিকে গুগলে বারবার খোঁজা হয়েছে, তা আলাদা করে বললেও চলছে।
মায়ামির পর যে দলটি এ তালিকায় জায়গা পেয়েছে, সেটিও ফুটবল জগতের। গত মৌসুমে সবচেয়ে বেশি চমক জাগানো বায়ার লেভারকুসেন হচ্ছে সেই দল। জাবি আলোনসোর হাত ধরে গত মৌসুমে বুন্দেসলিগা জিতে সবাইকে চমকে দিয়েছিল লেভারকুসেন। কোনো ম্যাচ না হেরে ‘ইনভিন্সিবল’ থেকে লিগ জিতেছিল তারা। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ফুটবলপ্রেমীদের মধ্যে ক্লাবটিকে নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। যার প্রমাণ মিলছে গুগল সার্চে।
[ad_2]
Source link