Homeদেশের গণমাধ্যমে২০২৬ বিশ্বকাপ খেলার বিষয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

২০২৬ বিশ্বকাপ খেলার বিষয়ে সিদ্ধান্ত জানালেন মেসি

[ad_1]

লিওনেল মেসি কি আরো একটি বিশ্বকাপ খেলবেন? এই প্রশ্ন নিয়মিত ঘুরপাক খাচ্ছে ফুটবলপ্রেমীদের মনে। অবশেষে মেসি মুখ খুললেন ২০২৬ সালের বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা নিয়ে। তিনি জানিয়েছেন, সবকিছু নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও ফিটনেসের উপর।

‘‘সত্যি বলতে, বিশ্বকাপের কথা ভাবলে মনে হয় অনেক দেরি আছে। কিন্তু সময়টা খুব দ্রুতই চলে যাবে, তাই না?’’ তিনি আরও যোগ করেন, ‘‘আমার জন্য এই বছরটা খুব গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলতে পারলে এবং ভালো ফিট থাকলে, তখনই আমি ভাববো বিশ্বকাপ নিয়ে। গত বছর কয়েকটা ম্যাচ খেলেই চোটে পড়েছিলাম। পুরো মৌসুম খেলতে পারিনি। এবার প্রস্তুতিটা ভালো হয়েছে। আমি ভালো অনুভব করছি।’’

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। এই আসর অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার তিনটি দেশ— যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। যেহেতু মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রেই খেলছেন, তাই জায়গাটি তার জন্যও খুব পরিচিত।

বর্তমানে মেসির বয়স ৩৮। গত দেড় বছরে তার ইনজুরির হার বেড়েছে। যেটা তার বয়সী খেলোয়াড়দের জন্য স্বাভাবিক। ২০২৪ সালের কোপা আমেরিকা ফাইনালেও তিনি মাঝপথে ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন।

তবে চলতি মৌসুমে মেসির পারফরম্যান্স যথেষ্ট ভালো। ইতোমধ্যে তিনি ৭টি ম্যাচে ৩টি গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন। গত বছর ইন্টার মিয়ামিকে তিনি নেতৃত্ব দিয়েছেন সাপোর্টার্স শিল্ড-২০২৪ জয়ে। যদিও মূল কোনো ট্রফি তারা জিততে পারেনি।

মেসি বলেন, ‘‘এটা অনেক লম্বা মৌসুম। জুন মাসে ক্লাব বিশ্বকাপও আছে। অনেক ম্যাচ খেলতে হবে। তাই আমি দিন দিন ভাবছি। কোনো নির্দিষ্ট লক্ষ্য সেট করছি না। নিজেকে শারীরিকভাবে কেমন লাগছে, সেটাই আসল। নিজেকেই সৎ থাকতে হবে।’’

ইন্টার মায়ামিতে মেসির পুরনো বন্ধু লুইস সুয়ারেজ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘আমরা অবসর নেওয়ার বিষয়ে মাঝে মাঝে মজা করি। তবে মেসির মধ্যে বিশ্বকাপে খেলার ইচ্ছা এখনও স্পষ্ট।’’ সুয়ারেজ আরও জানান, জাতীয় দল থেকে দূরে থাকলেও মেসির মাঝে এখনো আগ্রহটা টিকে আছে।

মেসি তার প্রথম বিশ্বকাপ খেলেন ২০০৬ সালে মাত্র ১৮ বছর বয়সে। এরপর খেলেছেন ২০১০, ২০১৪, ২০১৮ এবং শেষ পর্যন্ত ২০২২ সালে কাতারে এনে দিয়েছেন আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ শিরোপা। এখন প্রশ্ন হচ্ছে— মেসিকে আমরা কি আবারও বিশ্বমঞ্চে দেখতে পাব?



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত