Homeদেশের গণমাধ্যমে২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু

২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু

[ad_1]

প্রকাশিত: ২১:৪৭, ৩০ ডিসেম্বর ২০২৪  

২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু


নির্বাচন কমিশন (ইসি) আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করবে।

সোমবার (৩০ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘‘এ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ৫ জানুয়ারির মধ্যে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করা হবে। ২০২৫ সালের জানুয়ারির দ্বিতীয়ার্ধে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করা সম্ভব হবে,’’ বলে আশা প্রকাশ করেন তিনি।

আলী নেওয়াজ বলেন, ‘‘আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। কেউ তালিকা থেকে বাদ পড়লে তার দাবি ও আপত্তি নিষ্পত্তির ব্যবস্থা করা হবে। এরপর চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ প্রকাশ করা হবে।’’

তিনি আরও জানান, বাড়ি বাড়ি গিয়ে শুধু ২০২৫ সালের জন্যই নয়, ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে তাদের তথ্যও সংগ্রহ করা হবে। তারা ২০২৬ সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন, তবে ২০২৫ সালের কোনো নির্বাচনে ভোটার হিসেবে গণ্য হবেন না।

নির্বাচন কমিশন সঠিক ও হালনাগাদ তথ্য নিশ্চিত করতে এই কার্যক্রম পরিচালনা করছে বলে জানান ইসির অতিরিক্ত সচিব।

ঢাকা/হাসান/সাইফ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত