Homeদেশের গণমাধ্যমে২০ লাখ টাকার জুয়েলারিসহ ব্যাগ ছিনিয়ে নিল বানর, অতঃপর...

২০ লাখ টাকার জুয়েলারিসহ ব্যাগ ছিনিয়ে নিল বানর, অতঃপর…

[ad_1]

বানরের সঙ্গে মানুষের খাতির আর দুষ্টামি বেশ পুরোনো। লোকালয়ে বানরের ঘোরাফেরা বা বানর দিয়ে খেলা দেখানোর মতো বিভিন্ন কর্মকাণ্ডও সমাজে দেখা যায়। তবে এবার ঘটেছে বিচিত্র ঘটনা। মন্দিরে আসা এক পুণ্যার্থীর ২০ লাখ টাকার জুয়েলারি ব্যাগ ছিনিয়ে নিয়েছে বানর। আর তাতেই পুলিশের নাকানি-চুবানি অবস্থা।

রোববার (০৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃন্দাবনের ঠাকুর বাঁকে বিহারী মন্দিরে দর্শনে এসে অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এক হীরা ব্যবসায়ী ও তার পরিবার। মন্দির থেকে প্রার্থনা শেষে গাড়ির দিকে যাওয়ার সময় এক বানর তার হাত থেকে একটি ব্যাগ ছোঁ মেরে নিয়ে নেয়। এ সময় ব্যাগে প্রায় ২০ লাখ টাকার হীরার গহনা ছিল। ভারতের উত্তর প্রদেশে এমন ঘটনা ঘটে।

বানরের এমন আচরণে ভয় ও হতাশায় ভেঙে পড়ে ওই পারিবার। পরে পুলিশের আট ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত ব্যাগটি উদ্ধার করা সম্ভব হয়। সার্কেল অফিসার (সদর) সন্দীপ সিং বিষয়টি নিশ্চিত করেছেন।

এনডিটিভি জানিয়েছে, শুক্রবার সকালে মন্দিরে প্রার্থনা শেষে পরিবারের সঙ্গে গাড়ির দিকে যাচ্ছিলেন অভিষেক আগরওয়াল নামের এক হীরা ব্যবসায়ী। ঠিক সেই সময় একটি বানরের দল তার আশপাশে জড়ো হয় এবং হঠাৎ এক বানর তার হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালায়। ব্যাগের ভেতরে ছিল হীরা ও অন্যান্য মূল্যবান গহনা- যার মোট মূল্য প্রায় ২০ লাখ টাকা।

ব্যবসায়ী প্রথমে স্থানীয় মানুষের পরামর্শে বানরটিকে খাবার দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই বানরটিকে ব্যাগ ছাড়তে রাজি করানো যায়নি। এরপর তিনি পুলিশের সহায়তা চান।

পুলিশ জানিয়েছে, তারা প্রথমে বানরটিকে শনাক্ত করে এবং দীর্ঘ আট ঘণ্টা ধরে তাকে ঘিরে ফেলে। অবশেষে বানরটি একটি জায়গায় ব্যাগ ফেলে দিলে পুলিশ সেটি উদ্ধার করে মালিকের হাতে তুলে দেয়।

সার্কেল অফিসার সন্দীপ সিং বলেন, এই ধরনের ঘটনার মোকাবিলায় আমরা সব সময় সতর্ক। ব্যাগটি কোনো ক্ষতি ছাড়াই ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

মথুরা-বৃন্দাবন এলাকায় বানরের উৎপাত দীর্ঘদিনের সমস্যা। এই অঞ্চলে ভক্তদের চোখের চশমা, ক্যাপ ও খাবার ছিনিয়ে নেওয়া একটি সাধারণ ঘটনা। প্রশাসন ইতোমধ্যেই বানরের এই দৌরাত্ম্য রোধে নানা উদ্যোগ নিয়েছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত