জাফর পানাহি বলেন, ‘আমি বিশ্বাস করি, এখনই সময়—সব মানুষকে, সব ইরানিকে, যেখানেই থাকুন না কেন—ইরানে কিংবা প্রবাসে—একটি অনুরোধ করার। আসুন, সব মতবিরোধ, সব সমস্যা এক পাশে রেখে আমরা এক হই। এখন সবচেয়ে জরুরি হলো আমাদের দেশ আর আমাদের দেশের স্বাধীনতা।’ ৭৮তম কান চলচ্চিত্র উৎসব শুরু হয় ১৩ মে। উৎসবের প্রধান জুরি ছিলেন ফরাসি অভিনেত্রী জুলিয়েত বিনোশ।