Homeদেশের গণমাধ্যমে২৩ প্রেক্ষাগৃহে নিষিদ্ধ ‘মেকাপ’!

২৩ প্রেক্ষাগৃহে নিষিদ্ধ ‘মেকাপ’!

[ad_1]

অশ্লীলতা ও সিনেমার মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয় ‘মেকআপ’। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর মুক্তির অনুমতি চেয়ে ফের আবেদন করেন নির্মাতা অনন্য মামুন।

এবার আর নিষিদ্ধ নয়। সিনেমা থেকে কিছু অংশ বাদ দিয়ে গত ১৭ ডিসেম্বর ‘ইউ গ্রেড’ (সব বয়সের দর্শকের জন্য উন্মুক্ত) সার্টিফিকেটসহ মুক্তির অনুমতি দেয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড! পরিচালক মামুন জানান, মাত্র ১ মিনিটের মতো কেটে নেওয়া হয়েছে। 

সেই সিনেমাটি আজ (১০ জানুয়ারি) দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

যে সিনেমায় উঠে আসবে, লাইট ক্যামেরায় বন্দী শিল্পীদের জীবন। মেকআপের কারণে অনেকে ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। চলচ্চিত্রের অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন। দিনশেষে ‘মেকাপ’ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়। সিনেমাটির গল্প প্রসঙ্গে এমনটাই জানান নির্মাতা। যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মেকাপ’ বলা দরকার, সিনেমাটি নিষিদ্ধ হওয়ার পর তিন বছর আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল, এবার সেটি সিনেমা হলে চলবে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলি, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জী, বিশ্বনাথ প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত