[ad_1]
গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তিতে পুলিশ জানতে পারে, বিমানবন্দর দিয়ে সৌদি আরবের মুদ্রা ৩৭ হাজার রিয়াল পাচার ও ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্ব থেকে উসমান সিকদারকে বাসা থেকে তুলে নিয়ে খুন করা হয়।
বিমানবন্দরসংলগ্ন সরকারি কোয়ার্টারের বাসায় থাকতেন উসমান সিকদার। গত বুধবার রাত তিনটার দিকে তাঁকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন বৃহস্পতিবার সকালে বিমানবন্দরসংলগ্ন লিংক রোড থেকে উসমানের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের ভাই এমরান সিকদার বাদী হয়ে পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন। এতে গ্রেপ্তার দুই আসামি ইব্রাহিম খলিল, বাদল মজুমদার ও ফটিকছড়ির মো. রাসেল নামের এক ব্যক্তিকে আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়ে, পূর্বের আর্থিক লেনদেনের জেরে খুন করা হয়েছে উসমান সিকদারকে।
[ad_2]
Source link